Festival and celebrations

10 months ago

Eid 2024 : ২০২৪-এ কবে শুরু রোজা? জেনে নিন দিনক্ষণ

Ramjan Month 2024 (Symbolic Picture)
Ramjan Month 2024 (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৪ সালের রোজার দিন ঘোষণা করল সংযুক্ত আরব আমিরশাহী। মধ্য প্রাচ্যের এই দেশের জ্যোতির্বিজ্ঞান সংস্থা এমাইরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (EAS) জানিয়েছে, আগামী বছর ১১ মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীর ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (ISD) প্রকাশিত হিজরি ক্যালেন্ডারে ২০২৪ সালের করমজান মাস শুরুর তারিখ হিসেবে ১২ মার্চ উল্লিখিত ছিল। তবে তা একদিন পিছিয়ে গিয়েছে বলে ঘোষণা সে দেশের জ্যোতির্বিজ্ঞান সংস্থার।

EAS সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, '২০২৪ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে শীতের মরশুমেই রমজান শুরু হবে। ১১ মার্চের আশপাশে অপেক্ষাকৃত ঠান্ডা থাকবে আবহাওয়া।'

উল্লেখ্য, আগামী ২০৩১ সাল পর্যন্ত অর্থাৎ ইসলামিক হিজরি ১৪৫৩ সাল পর্যন্ত রমজান মাস শুরু হবে শীতকালেই। ISD-র ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রমজান মাস চলবে ২৯ দিন পর্যন্ত। অর্থাৎ ১১ মার্চ শুরু হলে ধর্মপ্রাণ মুসলিমদের রমজান পালন করতে হবে ৮ এপ্রিল ২০২৪ পর্যন্ত।

প্রসঙ্গত,চলতি বছর সৌদি আরব সহ গোটা পশ্চিম এশিয়ায় পবিত্র রমজান মাস শুরু হয় ২৩ মার্চ। ঠিক এক মাস পর অর্থাৎ ২১ এপ্রিল খুশির ইদ পালন করেন আরববাসীরা। ভারতে অবশ্য একদিন পরে শুরু হয়েছিল রমজান মাস। ফলে এখানে ঈদও পালিত হয় একদিন পরেই। অর্থাৎ এ বছর ভারতীয় উপমহাদেশের মুসলিমরা রোজা রাখা শুরু করেন ২৪ মার্চ। আর খুশির ঈদ পালিত হয় ২২ এপ্রিল।

ইসলামীয় ক্যালেন্ডারের সমস্ত কিছু নির্ভর করে চাঁদ দেখার উপর। রমজান মাসের সূচনা বা খুশির ঈদের ক্ষেত্রেও বিষয়টি একই। সে ক্ষেত্র ২০২৪ সালে শেষ মুহূর্তে এক দু'দিন এগোতে বা পিছিয়ে যেতে পারে রমজান মাস এবং ঈদের দিনক্ষণ। 

You might also like!