Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : ১.২৫ লাখ আমেরিকান ডায়মন্ড দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন দশ বাঙালি

Durga Puja (Symbolic Picture)
Durga Puja (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রতিমা লম্বায় সাড়ে নয় ফুট এবং সাড়ে চার ফুট চওড়া। তিন মাস ধরে এই প্রতিমা তৈরি করেন  দশ বাঙালি কারিগর। ১.২৫ লাখ আমেরিকান ডায়মন্ড দিয়ে তৈরী করা হয়েছে এই প্রতিমা। কারিগরেরা একটি বিশেষ কৌশল ব্যবহার করে মূর্তির ওপর ডায়মন্ড বসান। ডায়মন্ডগুলি এমনভাবে সুসজ্জিত যা দেখেই ঝলমলে দেখাবে। 

চুরুর সৎসঙ্গ ভবনে দুর্গার গ্র্যান্ড কোর্টকে "অষ্টভুজা মা দুর্গার" একটি দুর্দান্ত মূর্তি দিয়ে সাজানো হয়। এই মূর্তিটি সাড়ে নয় ফুট লম্বা, সাড়ে চার ফুট চওড়া। সিংহের ওপর মূর্তিমান দেবী দুর্গা। 

পণ্ডিত বলমুকুন্দ ব্যাস যিনি চুরুর সৎসঙ্গ ভবনে দুর্গার সজ্জা করেন। এই হিরেগুলি নিয়ে আসা হয় সুদূর আমেরিকাতে। আনুমানিক ৫০,০০০ টাকা মূল্যের হিরে নিয়ে আসেন,  যা এর সৌন্দর্য এবং মহিমা বৃদ্ধি করে। তিনি জানান, "গত বছর রাজস্থানের সিকার থেকে তৈরি একটি ১৩.৫ ফুট লম্বা মূর্তি বানাই। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পাই। নবরাত্রি উপলক্ষে ভিন্ন কিছু করার অনুপ্রেরণা পেয়েছি। সেখানে থেকে আমেরিকান হিরে কিনেছিলাম। তারপর মূর্তিটি তৈরি করার জন্য কারিগরদের অনুরোধ করেছিলাম। এই সুন্দর মূর্তিটি তৈরি করতে ১০ জন বাঙালি কারিগর একসঙ্গে কাজ করে।"তিনি আরো জানান, মূর্তিটিতে সোনার পালিশ করার প্রক্রিয়া চালান। এতে অতুলনীয় দীপ্তি দিয়ে ঢেলে দেন ডায়মন্ডকে পুরোপুরি পরিপূরক করে। রাজস্থানের সিকারের কারিগররা তিন মাসে প্রতিমাটি তৈরি করেছেন। 

You might also like!