নয়াদিল্লি, ১৫ অক্টোবর : নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নবরাত্রির সূচনার দিনে প্রধানমন্ত্রী মোদী শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর সুখ, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
এদিন ধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি হিন্দিতে শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “শক্তি প্রদায়িনী মা দূর্গা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য। জয় মাতা দি!” নয় দিনের নবরাত্রি উৎসবে ভক্তরা মা দুর্গার নয়টি অবতারের পুজো করে থাকে তাঁর আশীর্বাদ পাওয়ার আশায়। ভক্তরা এই নয়দিন বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে উপবাস পালন করে থাকে। এছাড়া প্রতিটি দেবীর উদ্দেশে শ্লোক পাঠ করে থাকে ভক্তরা। সকলেই এই নয়দিনে নতুন পোশাক পরে ভোগ নিবেদন করে। এই নয়টি দিনে সকলে তাদের বাড়িঘর পরিস্কার রাখে। ভক্তরা তাদের প্রার্থনা উজাড় করে দেয়। সকলে এসময়ে আনন্দময় ও পরিপূর্ণ জীবন পাওয়ার জন্য দেবীর কাছে প্রার্থনা করে। নবরাত্রির ১০ তম দিনে দশেরা বা বিজয়া দশমী হিসাবে পালিত হয়। উত্তর ভারতে নবরাত্রির সময় রামলীলার আয়োজন করা হয়।