দুরন্ত বার্তা ডিজিটালঃ পুজো মানেই প্রেম। চোখে চোখ রেখে, হাতে হাত ধরে একসাথে প্যান্ডেল হপিং। আড্ডা, সিনেমা, খাওয়া দাওয়া রোম্যান্সতো আছেই। তবে যারা সদ্য প্রেমে পড়েছেন, এবং এটিই প্রথম পুজো, তাদের জন্য রইল কিছু টিপস।
১) ষষ্ঠী থেকে দশমী, কিভাবে একসঙ্গে কাটাবেন তাঁর একটি পরিকল্পনা করে নিন। পরিকল্পনা দুজনে মিলে করবেন। এক্ষেত্রে দুজনের মতামতকেই সমানভাবে প্রাধান্য দিন।
২) পরিকল্পনার সময় কিন্তু সমঝোতা করে নিন প্রয়োজনে। একটি সম্পর্কে অ্যাডজাসটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ।
৩) পুজোর পোশাকে সঙ্গীর সাথে মিলিয়ে পোশাক বাছুন। এতে দেখতে ভালো লাগে।
৪) সঙ্গীর সঙ্গে দেখা করুন উপহার নিয়ে। সব সময় যে বড় উপহার দিতে হবে, তার কোনও মানেই নেই। প্রয়োজনে একটা গোলাপ ফুলও ম্য়াজিক করে যাবে।
৫) পুরুষদের বলছি, নিজের যদি গাড়ি থাকে, তাহলে তো প্রেমিকাকে অবশ্যই বাড়ি ছেড়ে আসবেন। অন্তত, প্রেমিকার পাড়া পর্যন্ত। আর যাদের গাড়ি নেই। তাঁরা বরং অ্যাপ ক্যাবের সাহায্য নিন। কিন্তু খেয়াল রাখুন সুরক্ষার ব্যবস্থাও।
৬) ঘুরতে বের হলে ছেলেরাই শুধু খরচ করবে, মেয়েরা নয়, এসব কিন্তু আজকাল আর চলে না। তাই খরচ করুন দুজনেই।