Breaking News
 
SIR: SIR নিয়ে কমিশনের অনড় অবস্থান, সরব তৃণমূল! INDIA VsSouth Africa : ক্লাব স্তরের ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার কাছে হার! সাড়ে তিন ঘণ্টাতেই গুটিয়ে গেল গম্ভীরের ভারত, হতাশাজনক সমাপ্তি Partha Chatterjee:বিচারকের মুখে 'পচা শামুকে পা কাটবেন না' মন্তব্য! জামিন বাতিলের হুঁশিয়ারিও দিলেন ক্ষুব্ধ আদালত Mamata Banerjee: 'BLO-দের ৪৮ ঘণ্টা বসিয়ে রাখা অমানবিক!'— কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Smriti Mandhana and Palash Muchhal :ভাইরাল চ্যাট স্ক্রিনশট! পলাশের বিরুদ্ধে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, স্মৃতিকে 'চিট' করার জল্পনা Celina Jaitly :স্বামীর বিরুদ্ধে জোর করে অস্বাভাবিক যৌনতা ও অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ সেলিনা জেটলির

 

Festival and celebrations

1 year ago

Kali Puja 2024: লক্ষ্মীবারে কালীপুজো, কতক্ষণ থাকবে অমাবস্যা? জেনে নিন পুজোর সময়সূচি !

Kali Puja
Kali Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- জগতে যতবার অসুরের জন্ম হয়েছে, ততবারই রংদেহি মূর্তি ধারন করেছেন জগতজননী। ক্খন তা মহিষাসুর বধে মা দুর্গা রূপে, আবার তা কখন অসুর শুম্ভ-নিশুম্ভ বধে মা কালীর  রূপ। আর কয়েক ঘণ্টা পরে সেই কালী রুপেই পুজো হবে।

শাস্ত্র মতে, দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ। আগামী বৃহস্পতিবার রয়েছে সেই কালীপুজো। আজকের প্রতিবেদনে জানাবো সেই কালীপুজোর সময়সীমা।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৫৪ মিনিট।

রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিটের মধ্যে শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা— ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৬টা ১৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে -

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ড।

শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা: ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ড।

You might also like!