Festival and celebrations

3 weeks ago

Janmashtami:সামনেই জন্মাষ্টমী! এই কাজগুলি করলেই আসবে প্রবল অর্থ

Sree Krishna (Symbolic Picture)
Sree Krishna (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- এখন বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাস। আর এই মাসের কৃষ্ণ পক্ষে প্রতি বছর পালিত হয় জন্মাষ্টমী। চলতি বছরের ২৬ শে আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। হিন্দু ধর্ম মতে, এই দিন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। 

জ্যোতিষ শাস্ত্র মতে, এই দিন বিশেষ কিছু কাজ করলেই মিলবে সুফল।যাঁরা এই ব্রত পালন করেন, তাঁরা জন্মাষ্টমীর আগের দিন থেকেই উদযাপন শুরু করুন৷ নিরামিষ আহার গ্রহণ করুন৷ রান্নায় সাধারণ নুনের বদলে সম্ভব হলে সৈন্ধব নুন ব্যবহার করুন৷জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ যাঁদের সাড়ে সাতী চলছে, তাঁরা স্নানের জলে কালো তিল মিশিয়ে নিন৷ সম্ভব হলে কোনও পুণ্যনদীতে স্নান করুন এই তিথিতে৷স্নান সেরে সাদা বা হলুদ রঙের পোশাক পরুন৷ ভুলেও কালো রঙের পোশাক পরবেন না৷ শ্রীকৃষ্ণ নিজে পীতাম্বর৷ তাই হলুদ তাঁর প্রিয় রং৷ জন্মাষ্টমীর পুজোয় তালমিছরি অবশ্যই নিবেদন করুন৷ তাঁর খুবই প্রিয় তালমিছরি৷ পুজোয় নিবেদন করুন সাদা এবং হলুদ ফুল৷শ্রীকৃষ্ণের পুজোয় যা ভোগ নিবেদন করবেন, তা অবশ্যই নিরামিষ হবে৷ এবং ঠান্ডা করে দেবেন৷ গরম খাবার তাঁকে নিবেদন করা হয় না৷ তাঁর ভোগে হলুদ রঙের ফল অবশ্যই দেবেন৷ 

You might also like!