দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নদিয়ার রানাঘাটের দুর্গাপুজো শুরু হয়েছিল ২৬৫ বছর আগে। সাগরেশ্বর পালের হাতে শুরু হয়েছিল এই পুজো। এখন এই পুজোর দায়িত্বে বর্তমান বংশধররা। প্রাচীন রীতি মেনেই প্রতিবছর পূজিতা হন দেবীদুর্গা।সাগরেশ্বর পালের হাতে শুরু হয়েছিল এই পুজো। এখন এই পুজোর দায়িত্বে বর্তমান বংশধররা। প্রাচীন রীতি মেনেই প্রতিবছর পূজিতা হন দেবীদুর্গা।
এই বাড়ির পুজোয় রয়েছে বেশ কিছু অন্যরকম রীতি। এই বাড়ির পুজোয় ভোগে দেওয়া হয় লুচি ও কাঁচা সবজি। অষ্টমীর দিন পোড়ানো হয় ধুনো। নবমীতে হয় কাদা খেলা। প্রতিবছর এই বাড়ির পুজোয় এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকেন পরিবারের সদস্যরা। শোনা যায়, দশমীর দিন কেউ না কেউ আসেন প্রসাদ চাইতে, কিন্তু দিতে গেলে তাঁকে আর দেখা যায় না!