চ্যাপ্টার ২
দোলের দিন অনেকেই সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে? তা হলে ঢুঁ মারতে পারেন এই রেস্তরাঁয়। হরেক রকমের পানীয় সঙ্গে লাইভ মিউজ়িক— এমন পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে মন্দ লাগবে না। এই রেস্তরাঁয় গেলে পোচ্ড স্যামন, স্যামন স্টেক, ব্রেইস্ড অক্টোপাস উইথ রেডওয়াইন সস্, চিকেন স্ট্রগোনফ, পর্ক ভিন্ডালু, চিকেন আলাকিভ, ডেভিলড ক্র্যাব, প্রন ককটেল চেখে দেখতে পারেন।
অওধ ১৫৯০
দোলে নবাবি খাবার খেতে চান? গলৌটি কবাব আর বিরিয়ানি খাওয়ার কথা ভাবছেন? তা হলে গন্তব্য হতে পারে এই রেস্তরাঁ। দোল উপলক্ষে রেস্তরাঁর মেনুতে পাবেন রকমারি কবাব আর বিরিয়ানি। চেখে দেখতে পারেন মুর্গ কালি মির্চ, তন্দুরি প্রন, মুর্গ ইরানি কবাব, মুর্গ কলমি কবাব, মুর্গ ইয়াখনি বিরিয়ানি, অওধ স্পেশাল রান বিরিয়ানি, অওধি হান্ডি বিরিয়ানি। শেষ পাতে নলেন গুড়ের ফিরনি, পান কুলফি, শাহি টুকরা চেখে দেখতে পারেন।
অফবিট সিসিইউ
দোলের দিন নাচানাচি না করলে কি চলে? তপসিয়ার এই রেস্তরাঁয় গেলে কিন্তু আপনি লাইভ ডিজের সঙ্গে উপভোগ করতে পারবেন পার্টির মেজাজ, বিনামূল্যে পাবেন ঠান্ডাইও। দোল উপলক্ষে রেস্তরাঁর মেনুতে থাকবে রঙিন ছোঁয়া। পেয়ে যাবেন রঙ্গিলা পেরি পেরি ওপেন স্যান্ডউইচ, হোলি কি গোলি (চিকেন স্যাসলিক), রং ভরে মুর্গ কাঠি রোল, রং বরসে (ফিশ অমৃতসরি), রং বরসে চিকেন বিরিয়ানি, গুলাব ঠান্ডাই, বলম পিচকারি (পিচ হিলস), রং রসিয়া স্ল্যাশের মতো বাহারি স্বাদের খাবার।
হোয়াট্সআপ ক্যাফে
বসন্তের রঙিন সন্ধ্যায় রাতের খাওয়া সারতে সঙ্গীকে নিয়ে চলে যেতে পারেন এই ক্যাফেতে। খোলা আকাশ, লাইভ মিউজ়িক আর রকমারি খাবারের সঙ্গে জমে যাবে সন্ধ্যাটি। দোলের বিশেষ মেনু দেখলে অবাক হবেন। কী নেই সেই তালিকায়! সিমলা পনির টিক্কা কবাব, মুর্গ রোস্ট ইন দক্ষিণী স্টাইল, গ্রিলড ভেটকি ফিশ উইথ লেমন বাটার সস্, মটন দইবড়া— মেনুতে পাবেন নানা বাহারি পদ।
ফাইভ ম্যাড মেন গ্যাস্ট্রোপাব
রং খেলার দিন একটু ভালমন্দ খাবার না খেলে ঠিক জমে না। উৎসবের দিন সন্ধ্যায় টক-ঝাল-মিষ্টি খাবার খেতে মন চাইলে চলে যেতে পারেন এই রেস্তঁরায়। গুজিয়া দইবড়া, কর্ন চিজ় সামোসা, পালক পাত্তা চাট, পাপড়ি চাট পেয়ে যাবেন এদের মেনুতে। শরবতের মধ্যে পেয়ে যাবেন ঠান্ডাই গুলাব, ম্যাঙ্গো ম্যানিয়া, পান রাবড়ি, দেশি গার্ল।