Breaking News
 
Philippines: টাইফুন আর বন্যার কবলে ফিলিপিন্স! মৃতের সংখ্যা ৬৬, পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি Abhishek Banerjee; রাজনীতির ব্যস্ততা সামলে ফিটনেস গোলস! এক নিঃশ্বাসে ৩০ পুশআপ, অভিষেকের ফিটনেস ভিডিওতে শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee and Abhishek Banerjee :‘দিদি আছে, ভয় কীসের?’— এসআইআর ইস্যুতে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মমতা, অভিষেক দিলেন দিল্লি অভিযানের ডাক! Salman Khan:ট্রোলের মুখে সলমন খান! জাতীয় নায়িকাদের উপেক্ষা করে নিজের শরীর প্রদর্শনের ফল— কেন সমালোচিত হলেন 'ভাইজান'? Sreelekha Mitra:'বাড়িতে থাকলে কাপ আসত?' শ্রীলেখার প্রশ্ন, মেয়েদের স্বাধীনতা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক তুঙ্গে Aneet Padda: মাঠের বাইরেও হিট অনীত! পশুপ্রেমে এবার ফ্যানদের মন জয় করলেন তারকা

 

Festival and celebrations

1 year ago

Puri Rath Yatra: জগন্নাথের রথের চাকায় কয়টি কাঠ? পার্শ্ব দেবতা হিসেবে কারা থাকেন? জানুন

Rathyatra in Puri (File Picture)
Rathyatra in Puri (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রথযাত্রা আসন্ন। সেই উপলক্ষে ফের একবার সেজে উঠবে পুরীর জগন্নাথ মন্দির। প্রতিবছরের ন্যায় এবছরও জগন্নাথ চলবেন তাঁর মাসির বাড়ি। রথ মানেই উৎসব মুখর নীলাচল। দেশ-বিদেশ থেকে আসা তীর্থযাত্রী, পর্যটকদের ভিড়। দুনিয়ার নজর কাড়ে পুরীর রথের বিপুল ভক্ত সমাগম। চিরাচরিত রীতি মেনে, বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয় তিনটি রথ- জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন৷ রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথদেব৷ সঙ্গে থাকেন বলরাম, সুভদ্রা৷। রথের রশিতে টান দেন লক্ষ লক্ষ ভক্ত। জগন্নাথদেবের রথের নাম ‘নন্দীঘোষ’। রথের সারথির নাম দারুক। রথে থাকে ১৬ টি চাকা। চাকার পরিধি ৬ ফুট ৬ ইঞ্চি। 

কথিত আছে, এই রথের নামকরণ করেন স্বয়ং ইন্দ্র। ছোট-বড় আকারের মোট ৮৩২টি কাঠের টুকরো দিয়ে এই রথ নির্মাণ করা হয়। জগন্নাথ দেবের রথের উচ্চতা সাড়ে তেরো মিটার অর্থাত্‍ ৪৫ ফুট। প্রতিটি চাকারই একটি বিশেষ তাত্‍পর্য রয়েছে। কথিত আছে, জগন্নাথদেব প্রকট হওয়ার আগে ১৬টি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন। চন্দ্রের যে ১৬ কলার কথা আমরা শুনে থাকি, সেটা আসলে চাঁদ ১৬টি কলার পরিক্রমণের মধ্যে দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে। জগন্নাথ দেবের রথের চাকাও সেই ১৬টি কলারই প্রতীক। রথে জগন্নাথদেবের পার্শ্বদেবতা হিসেবে নয়জন দেবতা থাকেন। তাঁরা হলেন, গোপীকৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান।

You might also like!