Festival and celebrations

3 days ago

Holika Dahan 2025: বৃহস্পতিবার উরাই নগরে ৮০টি স্থানে হোলিকা দহন

Holika Dahan 2025
Holika Dahan 2025

 

জালাউন, ১৩ মার্চ : উত্তর প্রদেশের উরাই নগর পৌরসভার প্রায় ৮০টি স্থানে হোলিকা দহন অনুষ্ঠিত করা হবে। পুরসভা নতুন ও পুরনো স্থানগুলি চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করেছে এবং প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। হিন্দু সংস্কৃতিতে হোলি খেলার আগে হোলিকা দহনের প্রথা চলে আসছে। বহু বছর ধরে চলে আসা এই রীতি সকলেই নিষ্ঠার সঙ্গে পালন করে। এই বছর ১৪ মার্চ হোলি উদযাপিত হবে। তার আগে বৃহস্পতিবার হবে হোলিকা দহন ।


You might also like!