কলকাতা, ১৮ অক্টোবর : ধর্মতলা হোক অথবা হাতিবাগান, কিংবা নিউ মার্কেট। পুজোর কেনাকাটার চেনা ছবি দেখা গেল কলকাতার প্রায় সমস্ত মার্কেটে। ষষ্ঠী শুরু হওয়ার আগে হাতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। হাতে সময় খুবই কম। মাঝে ছুটিও নেই। তাই কাজের দিনেই পুজোর কেনাকাটার ভিড় জমল নিউ মার্কেটে। ভিড়ে থিক থিক অবস্থা ধর্মতলা চত্বরেও।
নিউ মার্কেটের চার দিকে এখন শুধুই ভিড় আর ভিড়। পুজোর আগে নিউ মার্কেট, ধর্মতলা, হাতিবাগান-সর্বত্রই চোখে পড়ল এমন দৃশ্য। শেষ মুহূর্তের কেনাকাটার জন্য সকলে হাজির মহানগরীর মার্কেটগুলিতে। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে, পা ফেলার জায়গা নেই। হাঁটতে গেলেই ধাক্কা খেতে হচ্ছে। পুজোয় বাড়িও সবাই সাজিয়ে তোলেন আলোকমালায়, তাই একইরকম ভিড় দেখা গেল চাঁদনি চক মার্কেটেও।