দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী মাসেই সারা বাংলা জুড়ে পালিত হতে চলেছে দীপান্বিতা অমাবস্যা, অর্থাৎ কালীপুজো। আর কালীপুজো মানেই রাজ্যের বুকে প্রথমেই যে দু'টি জায়গার নাম মনে পড়ে, সেগুলি হল উত্তর ২৪ পরগনার বারাসত ও নৈহাটি। এই দুই জায়গাতেই ধুমধামের সঙ্গে হয় শ্যামা মায়ের আরাধনা।
নৈহাটি বড় কালী বা বড় মা-এর পুজো নিয়ে এমনিতেই ভীষণরকম আবেগ প্রবণ এলাকার মানুষ। শুধু নৈহাটি নয়, পার্শ্ববর্তী জেলা এমনকী ভিন রাজ্য থেকেওি বড় মা-এর পুজোয় সমিল হন মানুষ। এছাড়াও গোটা নৈহাটিজুড়ে আরও বেশকিছু কালী পুজো আয়োজিত। কোনও কোনও পুজোয় আবার থিমও ছোঁয়াও দেখা যায়। যেমন INTTUC রেলওয়ে হকার্স ইউনিয়নের পুজো। এবার তাদের শ্যামাপুজোর বিশেষ আকর্ষণ প্যারিসের ডিজনিল্যান্ড। আর এই খবর ছড়িয়ে পড়তেই তা বাস্তবে চাক্ষুষ করার জন্য উৎসাহ দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
প্রসঙ্গত এই বছর দুর্গাপুজোয় কলকাতার বিগ বাজেটের পুজো কমিটি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও ডিজনিল্যান্ড থিম করা হয়। শ্রীভূমির সেই থিমকে ঘিরে বিগত বছরগুলির মতো এবারেও উৎসাহ কম ছিল না সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের পরেই শ্রীভূমিতে বাড়তে শুরু করে মানুষের ভিড়। সেই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন ও ক্লাবের স্বেচ্ছাসেবকদের। একটা সময় পুলিশের পরামর্শে পুজোর লাইট অ্যান্ড সাউন্ড শো-ও বন্ধ করতে হয়। দশমীর পরে এখনও ঠাকুর রয়ে গিয়েছে মণ্ডপে। ফলে যে সমস্ত দর্শনার্থীরা পুজোর মাঝে শ্রীভূমির মণ্ডপ ও প্রতিমা দেখতে পারেননি, তাঁদের এখনও তা চাক্ষুষ করার সুযোগ রয়েছে।