Festival and celebrations

1 year ago

Dhunuchi Dance in Puja: পুজোর অন্যতম এক পরম্পরা ধুনুচি নাচ! এর পিছনে লুকিয়ে আছে কোন গল্প

Dhunuchi Nach (File Picture)
Dhunuchi Nach (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর অন্যতম রীতিই হল ধুনুচি নাচ। পুজোর বিভিন্ন রীতিনীতির সাথে মণ্ডপে মণ্ডপে সন্ধ্যা বেলায় আজও রীতি মেনে দেখা যায় ধুনুচি নাচ। কিন্তু এই ধুনুচি নাচের পিছনে রয়েছে এক অজানা গল্প। 

মনে করা হয়, এর সঙ্গে মহিষাসুর বধের সম্পর্ক আছে। পুরাণে রয়েছে, অতি বলশালী মহিষাসুরকে হত্যার জন্য দেবতারা মা দুর্গাকে জাগিয়ে তোলেন। মা অসুর বধের আগে নিজের শক্তি বাড়ানোর জন্য ধুনুচি নৃত্য করেন। আজও চলছে সেই পরম্পরা। সপ্তমীর সন্ধে থেকে শুরু হয় এই নাচ, চলে অষ্টমী, নবমীতেও। ধুনুচিতেই হয় মা দুর্গার আরতি।

You might also like!