Festival and celebrations

1 year ago

Durga Puja: Malda: মেঘ-বৃষ্টিই অসুর! সূর্যের দেখা নেই, বার্নার জ্বালিয়ে চলছে প্রতিমা শুকোনোর কাজ

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ঢাকে কাঠি পড়েই গেছে। জেলায় জেলায় কুমোর পাড়ায় এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। কিন্তু চরম সমস্যার মুখে মালদার পাকুয়াহাটের মৃৎশিল্পীরা। সূর্যের দেখা নেই বশ ক'দিন। ফলে প্রতিমার মাটির প্রলেপ শুকাচ্ছে না। তাতেই গভীর চিন্তার ভাঁজ পরেছে মৃৎ শিল্পীদের কপালে।

মাটি না শুকোলে রং-এর প্রলেপ দেওয়াও যাচ্ছে না, তার ওপর মাটি থেকে শুরু করে প্রতিমা তৈরীর সরঞ্জাম সবকিছুর দাম অন্য বারের তুলনায় এবার দ্বিগুণ। প্রতিমা তৈরীর কাজ আদৌ সময় মত হবে কিনা তাই নিয়ে দুশ্চিন্তা বাড়ছে শিল্পীদের। তাঁদের পরিবারের সকলে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন। প্রতিমার মাটির প্রলেপ শুকাতে হচ্ছে ব্যবহার করা হচ্ছে বার্নার।


You might also like!