উত্তরপ্রদেশ : দীপাবলিতে আলোয় সাজছে চন্দননগর-সহ রাজ্যের বিভিন্ন পুজোমণ্ডপ। এই সঙ্গে ঝলমল করবে রাম মন্দিরও। আগামী বছর আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের উদ্বোধন হবে। সেই সময়ও চন্দননগরের আলোতেই ভরে উঠবে মন্দির প্রান্তর। বাংলার শিল্পীদের হাতের কাজে স্বপ্নপুরীতে পরিণত হবে অযোধ্যা।
চন্দননগরের আলোকসজ্জার নামডাক দীর্ঘকালের। বাংলার শিল্পীদের হাতের কাজেই রাম মন্দিরের সামনে কয়েক কিলোমিটার জুড়ে সাজানো হয়েছে আলোর কারুকার্য। এখন থেকেই শুরু হয়েছে তার প্রাথমিক প্রস্তুতি। চারিদিকে আলোর ফোয়ারা।
সূত্রের খবর, চন্দননগরের সাহা ইলেকট্রনিক্স এবার অযোধ্যা সাজানোর বরাত পেয়েছেন। নদীর ধার, রাস্তা, নির্মীয়মাণ মন্দিরের আশেপাশের জায়গা সাজানো হয়েছে তাদেরই হাতের কাজে। দুর্গাপুজোর আগে থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছিল। আলো লাগানোর কাজে গিয়েছেন মোট ৬০ জন কারিগর। সব মিলিয়ে বাংলার কারিগরদের হাতের জাদুতে মায়াপ্রাসাদে পরিণত হয়েছে রাম মন্দির।
অযোধ্যা ছাড়াও সূদুর চিত্রকূটও সাজছে চন্দননগরের আলোয়। আলোকশিল্পীরা জানিয়েছেন, ”চন্দননগরের আলোয় জ্বলজ্বল করবে মায়া নগরী, আলোর রোশনাইয়ে ভরে উঠবে রাম মন্দির'।