Festival and celebrations

1 year ago

Durga Puja; থিম পুজোর রমরমার মধ্যেও বনেদিয়ানার নাম বেলগাছিয়া যুব সম্মিলনী

Belgachia Yuva Sammilani Puja (File Picture)
Belgachia Yuva Sammilani Puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৯৩৭ সালে ১৫ অগস্ট প্রতিষ্ঠা করা হয় বেলগাছিয়া যুব সম্মিলনী।  ১৯৪৫ সাল থেকে শুরু হয় দুর্গা পুজো। আজও থিমের রমরমার বাইরে ৭৯ বছর ধরে সাবেকিয়ানার সাথে দেবী পুজিত হয়ে আসছেন বেলগাছিয়া যুব সম্মিলনীতে। পাড়ার ছোট থেকে বড় সবাই উপস্থিত থাকে পুজোতে। উত্তর কলকাতার বারোয়ারী পুজোর মধ্যে  বেলগাছিয়া যুব সম্মিলনী অন্যতম একটি পুজো।

তবে এক দু'বছর হয়েছিল থিম পুজো। তবে তারপরেই সাবেকিয়ানায় ফিরতে বাধ্য হয় ক্লাব। সপ্তমী থেকে দশমী দু’বেলা থাকে সকলের জন্য  ভোগ বিতরণের ব্যবস্থা। আজও কেবল ব্রাহ্মণেরাই রান্না করেন মায়ের ভোগ। দশমীতে রয়েছে সিঁদুর খেলা। কেবল পাড়ার মেয়েরা নয়, সিঁদুর খেলার আনন্দে মেতে ওঠেন পাড়ার পুরুষেরাও। নবমীতে ঢাক বাজানো থেকে ধুনুচি নাচ রয়েছে আরও অনেক কিছু। এত অশান্তির মধ্যেও উত্তর কলকাতার বেলগাছিয়া যুব সম্মিলনীর এই পুজো যেন সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে আজ।

You might also like!