Entertainment

1 year ago

Shubhashree Ganguly Baby Shower: শুভশ্রীর দ্বিতীয় সাধ! সাদা শাড়ি, লাল ব্লাউজ, সিঁদুরে অপরূপা টলি অভিনেত্রী

Subhashree Ganguly (File Picture)
Subhashree Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জুন মাসেই দ্বিতীয় সন্তানের কথা জন সমক্ষে আনেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। আর এই ডিসেম্বরেই সেই সন্তানের জন্ম দেওয়ার কথা টলি অভিনেত্রী শুভশ্রীর। 

ভাইফোঁটার পরের দিন সামাজিক মাধ্যমে নয় মাসের সাধ ভক্ষণের ছবি শেয়ার করে নিলেন। ক্যাপশনে জুড়লেন, ‘এত্ত আদর-যত্ন’। পরে আছেন সাদা রঙের শাড়ি, সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ। সিঁথি ভরা সিঁদুর। কপালে লাল টিপ। হাতে শাঁখা-পলা। কানে-গলায় সোনার গয়না। সাবেকি সাজেই দেখা মিলল তাঁর।

শুভশ্রীর সামনে রাখা থালায় সাজানো রয়েছে পঞ্চব্যাঞ্জন। থালায় সাজানো আছে ভাত, পোলাও, বেগুন ভাজা, মাছের মাথা, ডাল, সবজি। হবু মায়ের সামনে পান পাতায় করে মিষ্টি পরিবেশন করতেও দেখা গেল। কোলে দেওয়া হল ফল। ধান-দুর্বা দিয়ে করা হল আশীর্বাদ।

You might also like!