Entertainment

52 minutes ago

DDLJ: লন্ডনের লেসিস্টারে ‘ডিডিএলজে’-র জয়জয়কার—শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন

Shah Rukh Khan and Kajol unveil DDLJ bronze statue in London
Shah Rukh Khan and Kajol unveil DDLJ bronze statue in London

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিন দশক পার করেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’—এই কালজয়ী প্রেমকাহিনির জাদু আজও অটুট। ‘তুঝে দেখা তো…’ গানটির সরষে খেতের সেই ক্লাসিক মুহূর্ত যেন এখনও দর্শকের হৃদয়ে অমলিন। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজলের এই ছবি যেমন দীর্ঘ তিরিশ বছর ধরে মহারাষ্ট্রের মারাঠা মন্দিরে বিরামহীনভাবে প্রদর্শিত হচ্ছে, তেমনই এবার যুক্ত হলো নতুন এক আন্তর্জাতিক সম্মান। 

লন্ডনের লেসিস্টার স্কোয়ারে প্রথমবার কোনও ভারতীয় ছবির চরিত্রদের ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হলো—আর সেই মূর্তিতে ধরা থাকল রাহুল আর সিমরন। ছবির জনপ্রিয় গান ‘ডোলি সাজাকে রাখ না’-এর ভঙ্গিমায় শাহরুখ ও কাজলের প্রতীকী রূপ সেখানে স্থায়ী জায়গা করে নিল। আনুষ্ঠানিকভাবে মূর্তির আবরণ উন্মোচনের সময় উপস্থিত ছিলেন দুই তারকাই। শাহরুখ কালো পোশাকে ও সানগ্লাসে যেমন চোখ ধাঁধিয়ে দিলেন, তেমনই শাড়িতে অনিন্দ্যসুন্দরী লাগছিল কাজলকে। বৃষ্টির ভেজা আবহাওয়ার মধ্যেও ভক্তদের ভিড়ে পরিপূর্ণ ছিল লেসিস্টার স্কোয়ার—যেন সময় থেমে গিয়েছিল সেই অসম্ভব জনপ্রিয় জুটিকে দেখতে।


উন্মোচন শেষে শাহরুখ জানান, ”ডিডিএলজে বানানো হয়েছিল বিশুদ্ধ হৃদয়ে। আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। দেখিয়েছিলাম কেমন করে ভালোবাসা সব প্রাচীর ভেঙে দেয় এবং পৃথিবীকে কীভাবে আমূল বদলে দিতে পারে প্রেম। আর সেই কারণেই ৩০ বছর ধরে ডিডিএলজে এমন প্রভাব ফেলে চলেছে। ডিডিএলজে সেই থেকেই আমার পরিচয় হয়ে রয়েছে।”  এদিকে কাজলও বলেন, ”৩০ বছর পরেও দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে এত ভালোবাসা পাচ্ছে, এটা অবিশ্বাস্য। লন্ডনে মূর্তিটি উন্মোচিত হতে দেখে মনে হয়েছিল আমাদের ইতিহাসের একটা টুকরো পুনরুজ্জীবিত হচ্ছে। এমন এক গল্প যা সত্যিই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে।” 

শুধু রোম্যান্স নয়, ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া, প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি আর ভারতীয় সিনেমার ইতিহাসের এক অনন্য অধ্যায়। শাহরুখ-কাজলের রসায়ন, আদিত্য চোপড়ার নির্মাণশৈলী এবং লন্ডনে করা শুটিং—সব মিলিয়ে ‘ডিডিএলজে’ আজও হয়ে রয়েছে প্রেমের চিরসবুজ প্রতীক।  


You might also like!