মুম্বই, ২৯ জানুয়ারি : ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে হার মানলেন রাখি সাওয়ান্তের মা। শনিবার মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জয়া ভেদা। মা’কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বলিউডের মডেল-অভিনেত্রী রাখি। তাঁর মায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বি-টাউনের তারকারা।
রবিবার ভোরের দিকে একটি ভিডিও পোস্ট করেন বলিউডের আইটেম গার্ল। তিনি জানিয়েছেন মাতৃবিয়োগের কথা। তিনি লেখেন, “আজ মাথার উপর থেকে মায়ের হাত সরে গেল। আর তো আমার হারানোর কিছুই রইল না। আমি তোমায় ভীষণ ভালবাসি মা। আমি সব হারালাম। এবার কে আমার ডাক শুনবে। কে জড়িয়ে ধরবে। কোথায় যাব, কী করব, কিছুই ভেবে পাচ্ছি না।”