Breaking News

 

Entertainment

2 days ago

Rajkumar Rao:গ্রেফতারি পরোয়ানা জারি হতেই চমকে গেলেন রাজকুমার! কী পদক্ষেপ নিলেন অভিনেতা?

Rajkumar Rao controversy
Rajkumar Rao controversy

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। সূত্রের খবর, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বহেন হোগি তেরি’-র একটি পোস্টার ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। সেই পোস্টারে শিবরূপে সেজে একটি বাইকে বসে থাকতে দেখা গিয়েছিল রাজকুমারকে। এই চিত্রকে হিন্দু ধর্মের অবমাননা হিসেবে ব্যাখ্যা করে তীব্র আপত্তি তোলে স্থানীয় শিবসেনা।

বিষয়টি নিয়ে রাজনৈতিক দলটি জলন্ধরের এক আদালতে সরাসরি অভিযোগ দায়ের করে ছবির পরিচালক, প্রযোজক এবং প্রধান চরিত্রাভিনেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলা মামলার পর অবশেষে আদালতের তরফে রাজকুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরিস্থিতি জটিল হয়ে ওঠায়, অভিনেতা নিজেই আদালতে আত্মসমর্পণ করেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেন।

শিবসেনার পক্ষ থেকে ২০১৭ সালে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ছবির পরিচালক নিতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসন এবং নায়ক রাজকুমার রাওয়ের বিরুদ্ধে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পূর্ববর্তী শুনানির সময় অভিনেতা আদালতে হাজিরা দেননি। যার জন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা দায়ের করা হয়। সোমবার তাই তড়িঘড়ি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন রাজকুমার। যাতে জামিন অযোগ্য গ্রেফতারি এড়াতে পারেন। পরবর্তী শুনানি ৩০ জুলাই।

সোমবার আদালতে আত্মসমর্পণের পরে শর্তসাপেক্ষ জামিন পেয়েছেন অভিনেতা, জানা গিয়েছে এমনই। বিষয়টি যেহেতু ধর্ম সংক্রান্ত এবং স্পর্শকাতর তাই, পরবর্তী শুনানিতে আট বছরের পুরনো এই মামলার উভয় পক্ষের বক্তব্য নতুন করে শুনবে আদালত। তার পর রায় নির্ধারিত হবে। আদালতে আত্মসমর্পণ নিয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

You might also like!