Entertainment

10 months ago

Esha Deol Divorce: বিচ্ছেদে সিলমোহর ধর্মেন্দ্র-হেমা কন্যা এষার, ১২ বছরের দাম্পত্যে ইতি

Esha Deol
Esha Deol

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিয়ে ভাঙছে ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওলের ? বলিউডে, সেরকমই গুঞ্জন ছড়িয়েছে।হেমা এবং ধর্মেন্দ্র কন্যা এষা দেওল ২০১২ সালে ভরত তখতানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলন। শোনা যাচ্ছে, সেই দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। গত বেশ কয়েকদিন ধরেই নাকি মায়ের কাছে এসেই থাকছিলেন এষা। সেখান থেকেই শুরু হয় গুঞ্জন। অবশেষে ডিভের্সের খবরে সিলমোহর দিলেন দম্পতি।

তাঁদের দুই সন্তান রাধ্যা এবং মীরা। টিনসেল টাউনে খবর, এষার স্বামী ভরত নাকি বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়াতেই এই বিচ্ছেদ। প্রেমিকার সঙ্গে নাকি লিভ-ইন সম্পর্কে রয়েছেন এষার প্রাক্তন।

সংবাদ মাধ্যমকে তাঁরা জানিয়েছেন, যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছেন তাঁরা। সন্তানদের জন্যই এই সিদ্ধান্ত, ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন তাঁরা।


You might also like!