Entertainment

1 year ago

Jacqueline Fernandez : বিদেশযাত্রার আবেদন জানিয়ে দিল্লি আদালতে দ্বারস্থ অভিনেত্রী জ্যাকলিন

Jacqueline Fernandez
Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : বিদেশযাত্রার আবেদন জানিয়ে ফের আদালতের দ্বারস্থ বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। বুধবার পেপসিকো ইন্ডিয়া সম্মেলনে যোগদানের জন্য ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দুবাই ভ্রমণের অনুমতি চেয়ে দিল্লি আদালতে একটি আবেদন করেছিলেন অভিনেত্রী।

আবেদনের জবাবের জন্য বুধবার অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দর মালিক ইডিকে সময় দিয়েছেন। ২৭ জানুয়ারি শুনানির জন্য বিষয়টি নির্ধারণ করেছেন। তবে অভিনেত্রী তাঁর ভ্রমণের প্রোগ্রাম পুনঃনির্ধারিত হওয়ার আগেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আবেদনে বলা হয়েছে যে, ২৯ জানুয়ারি রবিবার একটি কনসার্টের জন্য তারকা পারফর্মার হিসাবে অভিনেত্রী দুবাইতে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্সে যোগ দেবেন। জ্যাকলিন ২০০৯ সাল থেকে ভারতে বসবাস করছেন।

আবেদনে আরও বলা হয়েছে, “তিনি সর্বদা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে তদন্তে যোগ দিয়েছেন এবং আইন অনুসরণ করে আদালতের সমস্ত কার্যক্রমে উপস্থিত থেকেছেন। তিনি যেকোন শর্ত মেনে চলতে প্রস্তুত।”

২০২১ থেকেই কনম্যান সুকেশ চন্দ্রশেখর জড়িত ২০০ কোটি মানি লন্ডারিং এবং চাঁদাবাজির মামলায় জর্জরিত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই এখন তাঁর বেহাল অবস্থা। অভিযোগ সুকেশের অপরাধ জেনেও কোটি কোটি টাকার উপহার নিয়েছেন অভিনেত্রী। সেই কারণেই এখনও অভিযোগবিদ্ধ জ্যাকলিন। গতবছর তিনি জামিন পেলেও এখনও ক্লিনচিট পাননি। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে বেরোতে পারবেন না অভিনেত্রী। দিল্লি পুলিশের অপরাধ বিভাগ সোমবার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত পিঙ্কি ইরানি বিরুদ্ধেও একটি চার্জশিট দাখিল করেছে। দিল্লি পুলিশের মতে, মুম্বই-ভিত্তিক পিঙ্কি ইরানি চন্দ্রশেখরের ঘনিষ্ঠ সহযোগী। তিনিই জ্যাকলিন ও নোরার সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন।


You might also like!