Entertainment

2 weeks ago

Cannes Film Festival: বহু বছর পর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ভারতীয় পরিচালিকার দুই ছবি

Cannes Film Festiva
Cannes Film Festiva

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিন দশক পর কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ভারতের দু'টি ছবি। দু'টি ছবির পরিচালকই দুই ভারতীয় মহিলা।

৭৭ তম কান চলচ্চিত্র উৎসবের পাম দ'র বিভাগে রয়েছে পায়েল কাপাডিয়ার ছবি ' অল উই ইম্যাজিন অ্যাজ লাইট'। ছবিটি ভারত এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি।

গত বছর পায়েলের তথ্যচিত্র 'আ নাইট অফ নোয়িং নাথিং' জিতে নিয়েছিলেন গোল্ডেন আই পুরস্কার।

উৎসবের অন্য একটি বিভাগে রয়েছে সন্ধ্যা সুরির ছবি 'সন্তোষ'। এটিও ভারত-ফ্রান্স এবং ব্রিটেনের প্রযোজনা।

অতীতে মৃণাল সেনের 'খারিজ', সত্যজিৎ রায়ের 'পরশ পাথর' -এর মতো ছবি এই বিভাগে মনোনীত হয়েছিল।


You might also like!