Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( রবিবার , এপ্রিল ১৬ ,২০২৩ )

10 topvgm
10 topvgm

 

1.প্রায় এক মাস বিঘ্নিত হবে হাওড়া-বর্ধমান লাইনের ট্রেন চলাচল, প্রভাব দূরপাল্লার ট্রেনেও

ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল -শক্তিগড় শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথও বদল করা হচ্ছে রেল লাইনে কাজের জন্য। প্রায় এক মাস ধরে (১৭ এপ্রিল থেকে ১৯ মে) পর্যন্ত এই সমস্যা চলবে বলে জানানো হয়েছে। এর ফলে যাত্রীদের আবারও সমস্যার মধ্যে পড়তে হতে পারে বলে মনে করছেন নিত্যযাত্রীদের একাংশ।


2.তাপপ্রবাহের পরিস্থিতি, পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এই আবহে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।


3. অবশেষে পুকুরে ছোড়া মোবাইল পেল সিবিআই, 


প্রায় তিন দিনের মাথায় উদ্ধার তৃণমূল বিধায়কের পুকুরে ছুড়ে ফেলা একটি মোবাইল উদ্ধার করল সিবিআই। তিন দিন তল্লাশি অভিযান চালানোর পর অবশেষে মোবাইলটি পাওয়া গিয়েছে।রবিবার সকালে জীবনকৃষ্ণের একটি মোবাইল ফোন পুকুরের জল ছেঁচে উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩২ ঘণ্টার তল্লাশির পর মোবাইলটি হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, তার পরেই বিধায়ককে বাড়ির ছাদে নিয়ে যান গোয়েন্দারা। আগের দিন সিবিআইকে দেখে তিনি যা যা করেছিলেন, মোবাইল ছুড়ে ফেলে যে ভাবে পালানোর চেষ্টা করেছিলেন, সবটাই তাঁকে আবার করে দেখাতে বলা হয়। উদ্ধার হওয়া মোবাইলটি দেখিয়ে সেটি তাঁরই ছুড়ে ফেলা মোবাইল কি না, তা-ও জানতে চান গোয়েন্দারা। মোবাইলটি তিনি শনাক্ত করেছেন। গোটা প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়। সেই সংক্রান্ত নথিতে স্বাক্ষরও করানো হয়েছে জীবনকৃষ্ণকে দিয়ে।


4.অসম ছেড়ে পালানোর সময় গ্রেফতার মালিগাঁও হত্যা-মামলার মূল আসামি

অসম ছেড়ে বহিঃরাজ্যে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে গুয়াহাটির মালিগাঁও হত্যা-মামলার মূল আসামিকে। চাঞ্চল্যকর মালিগাঁও বিহুতলি হত্যা-মামলার মূল অভিযুক্তকে আজ ধুবড়ি জেলার গৌরীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে রবিউল আলি বলে পুলিশ শনাক্ত করেছে।


5.গোয়ালপাড়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক, আটক এক

নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাইয়ে যাত্রীবাহী ‘রাজধানী এক্সপ্রেস’ নামের একটি বাস থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের বিস্ফোরক। এর সঙ্গে এক যুবককে আটক করেছে পুলিশ।


6.মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প

মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে। আজ রবিবার সকাল ০৭:২২টায় রাজ্যের ননে জেলা ৩.৬ প্ৰাবল্যের ভূমিকম্প অনুভূত হলেও আতংকের সৃষ্টি হয় গোটা জেলা সহ পার্শ্ববর্তী এলাকায়। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


7.আজ কর্ণাটকের কোলারে রাহুল গান্ধীর জনসভা

আজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এখানে কংগ্রেসের পক্ষ থেকে জনসভায় ভাষণ দেবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি, প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীকে মোদী পদবি সম্পর্কিত মন্তব্যের বিরুদ্ধে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে তাঁর লোকসভার সদস্যপদও। জেনে রাখুন যে তিনি ২০১৯ সালে কোলারেই একটি সভায় এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন – 'সব চোরের একই পদবি মোদী কেন?' গুজরাটের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল।


8.শান্তি বজায় রাখার জন্য জনগণের কাছে আবেদন মুখ্যমন্ত্রী যোগীর, আজ সমস্ত অনুষ্ঠান স্থগিত

 শনিবার রাতে প্রয়াগরাজে কুখ্যাত মাফিয়া আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ আহমেদকে গুলি করে হত্যা করার পরে উত্তরপ্রদেশ সরকার রবিবার ৭৫ জেলায় নিষেধাজ্ঞামূলক আদেশ (১৪৪ ধারা) জারি করেছে। রাজ্যের সংবেদনশীল শহরগুলিতে পুলিশ কড়া নজর রাখছে। নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা। এদিকে জনগণকে গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


9.নিজেদের শেষ নিউক্লিয়ার প্ল্যান্টের ঝাপ বন্ধ করে নিল জার্মানি

 গতকাল অর্থাৎ শনিবারই জার্মানি তাদের শেষ পারমাণবিক কেন্দ্র বন্ধ করে দিল। গতকাল মধ্যরাতে Emsland, Neckarwesthrim II এবং Isar II নামক এই তিনটি চুল্লির সুইচ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কর্মীরা এই উপলক্ষটিকে বিশেষভাবে উদযাপন করে পারমাণবিক কেন্দ্রের ভিতরেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। থ্রি মাইল আইল্যান্ড, চেরনোবিল এবং ফুকুশিমায় বিপর্যয়ের কারণে জার্মানিতে কয়েক দশক ধরেই পরমাণু বিরোধী বিক্ষোভ, এবং এই প্রযুক্তির ব্যবহার বন্ধ করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয়। ফল স্বরূপ সংস্থাগুলি এই সিদ্ধান্তে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, ফ্রান্স এবং ব্রিটেন ছাড়াও অন্যান্য শিল্পোন্নত দেশগুলি বিশ্ব-উষ্ণায়ন কমানোর জন্য পারমাণবিক শক্তির উপর বেশ কিছু গণনা করছে, সেক্ষেত্রে জার্মানি পারমাণবিক শক্তির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত পরোক্ষভাবে এই গণনায় সফল না হতে পারা।


10.আইপিএলে গেইলের অন্যরকম অভিষেক

আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের দানবীয় ইনিংসের কথা কেউ কোনদিন ভুলবে না। সম্ভবত আইপিএলে খেলে আরও বেশি খ্যাতি অর্জন করেছেন গেইল। আইপিএলে এ পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড তার ঝুলিতেই রয়েছে। চলতি আসরে ব্যাট হাতে গেইলকে দেখা যায়নি। তবে অন্যভাবে ঘটেছে তার অভিষেক

You might also like!