Duranta barta Audible Pod casts

1 year ago

Top 10 news today : আজকের সেরা ১0 ( সোমবার , এপ্রিল ২৪ ,২০২৩ )

1000
1000

 

এবার আরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ দিয়েছে নবান্ন। ফেলে রাখা যাবে না কোনও আবেদন পত্র৷ দ্রুত নিষ্পত্তি করতে হবে যাবতীয় সমস্যার৷ এর আগে মন্ত্রিসভা নিয়ে বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্য সচিব৷ একই সঙ্গে তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে৷ অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগেই সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে তৎপর হয়েছে প্রশাসন। এবার এই প্রকল্পের সুবিধা আরও ১০ লক্ষেরও বেশি মহিলা পেতে চলেছেন বলে নবান্ন সূত্রে খবর।


গহনা খুলে আদালতে পার্থ

উধাও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতের আংটি। গতবার শুনানিতে প্রশ্ন উঠেছিল গহনাগাটি সমেত কীভাবে গারদে রয়েছেন তিনি? প্রশ্ন তুলে ‘প্রভাবশালী’ তত্ত্বে শানও দিয়েছিলেন ইডি-র আইনজীবী। তলবও করা হয় জেল সুপারকে। সূত্রের খবর, সেই চাপেই সোমবার অলঙ্কারহীন অবস্থায় দেখা গেল হেভিওয়েটকে। সংবাদ মাধ্যমের সামনে আংটি নেড়েচেড়ে বোঝাতে চাইলেন তিনি আংটি-ঘড়ি খুলে ফেলেছেন। পার্থ এ দিন বলেন, “ওটা অলঙ্কার ছিল না। ধর্মচারণের অংশ ছিল। আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। ইডি অফিসের ছ’তলায় ঠাকুরের ছবি রয়েছে। ওরা যদি ধর্মাচরণ করতে পারে আমি পারব না কেন? ইডি তো আমার আংটি খোলেনি।”


শিল্পে কোটি টাকার বিনিয়োগ

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পে ফের বিনিয়োগ। আটা-ময়দা ও সুজি তৈরি করার জন্য ১০০ কোটি টাকারও বেশি টাকা বিনিয়োগ করল কেপিএস গ্রুপ। হুগলির তারকেশ্বরে ৮ একর জায়গার উপর তাদের নতুন প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ। ৭৫ হাজার বর্গফুট অঞ্চল জুড়ে কেপিএস অ্যাগ্রো প্রোডাক্টসের এই নতুন ইউনিটের উৎপাদন ক্ষমতা হতে চলেছে প্রায় ২০০ মেট্রিক টন। অর্থাৎ প্রত্যেকদিন ২০০ মেট্রিক টনেরও বেশি আটা, ময়দা ও সুজি উৎপাদন করতে পারবেন এই সংস্থা। তৈরি হবে বেকারি ময়দাও। রাজ্যে আটা-ময়দা ও সুজির জন্য অন্যান্য রাজ্যের উপর নির্ভর করতে হয়।

ফের বড় দায়িত্বে ফিরহাদ

 তিনি বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত৷ দলনেত্রী যে ফিরহাদের উপরে আস্থা হারাননি, তা ফের প্রমাণিত হল একটি সিদ্ধান্তে৷ তৃণমূলের অন্দরের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে খুব শিগগিরই মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর দিনাজপুুর জেলায় যাচ্ছেন ফিরহাদ৷ চলতি মাসের ২৮ তারিখ থেকেই জেলায় জেলায় সফর শুরু করবেন তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা৷ ফিরহাদকে অবশ্য সরকারি ভাবে কোনও দায়িত্ব দেওয়া হয়নি৷ অথবা এ নিয়ে দলের পক্ষ থেকে কোনও ঘোষণাও হয়নি৷ তবু তিন জেলায় যেতে বলে ফিরহাদের হাতেই যে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরের দায়িত্ব তুলে দেওয়া হল, তা বলার অপেক্ষা রাখে না৷


সাময়িক স্বস্তি রাহুলের

মোদী পদবী মামলায় সাময়িক স্বস্তি পেলেন রাহুল গান্ধী। সোমবার (২৪ এপ্রিল), পটনা হাইকোর্ট নিম্ন আদালতের আদেশে ১৫ মে পর্যন্ত স্থগিতাদেশ জারি করল। বিজেপি নেতা সুশীল মোদীর আবেদনের ভিত্তিতে, পটনার এক নিম্ন আদালত এই মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধীকে ১২ এপ্রিল আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের সেই নির্দেশকেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছিলেন কংগ্রেস নেতা। ২০১৯ সালে কর্নাটকে ভোট প্রচারে গিয়ে, রাহুল এক জনসভা থেকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, মোদী পদবিধারীদের নামই কেন বারবার চোরদের তালিকায় উঠে আসছে? এই মন্তব্যের প্রেক্ষিতে গুজরাটের পাশাপাশি মানহানির মামলা দায়ের হয়েছিল বিহারেও।


প্রাণ গেল ডেলিভারি বয়ের

রাস্তায় গাড়ি নিয়ে ঝামেলা। আর তাতেই দিল্লিতে প্রাণ গেল এক ডেলিভারি বয়ের। গ্রেফতার মণীশ কুমার (১৯) ও লালচাঁদ (২০)। সূত্রের খবর, রনজিৎ নগর মার্কেটের কাছে স্থানীয় একটি দোকানের ডেলিভারি বয়ের কাজ করতেন পঙ্কজ ঠাকুর নামে বছর উনচল্লিশের এক যুবক। শনিবার রাতে কাজ শেষ করে ফিরছিলেন বাড়ি। বাজারের কাছেই রাস্তায় গাড়িকে পাশ দেওয়া নিয়ে ঝামেলা হয় দুই ব্যক্তির সঙ্গে। অভিযোগ, রাস্তাতেই তারা পঙ্কজকে ফেলে বেধড়ক মারধর করে। মারের চোটে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান পঙ্কজ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


বাংলাদেশ পেল নতুন রাষ্ট্রপতি

 সোমবার (২৪ এপ্রিল), নতুন রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। ৫২ বছরের বাংলাদেশের ইতিহাসে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তাঁর অধিনেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। ফলে কয়েক মাসের মধ্যেই বড় পরীক্ষা দিতে হবে তাঁকে। সোমবার বাংলাদেশের সময় অনুযায়ী সকাল ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ বাক্য পাঠ করান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশেরে ক্ষমতাসীন দল আওয়ামী লিগ, সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। ১৩ ফেব্রুয়ারি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।


সচিনকে বিশেষ উপহার SCG-র, সঙ্গে রয়েছেন লারাও

২২ গজের বাইরে আজ কিংবদন্তি সচিন তেন্ডুলকর  ৫০ নট আউট। বয়স বাড়ছে সংখ্যায়। কিন্তু এখনও আগের মতো প্রাণোচ্ছল তিনি। মাস্টার ব্লাস্টারের ৫০তম জন্মদিনে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তা আসছে। এ বার অস্ট্রেলিয়া থেকে বিশেষ সম্মান পেয়েছেন সচিন। সিডনি ক্রিকেট গ্রাউন্ড  সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার  নামে একটি গেট উন্মোচিত হল। সিডনিতে খেলতে আসা দলের ড্রেসিংরুমের পাশের স্ট্যান্ডের মাঝামাঝি দরজার নাম এখন থেকে ‘ব্রায়ান লারা-সচিন তেন্ডুলকার গেটস’ রাখা হল। এই সম্মান পেয়ে গর্বিত সচিন ও লারা।


নাচতে গিয়ে চোট বিরাটের

বিরুষ্কা জুটি বরাবরই দর্শকদের মন জয় করে নিয়েছে। নাচ করার সুযোগ পেলে এক পায়ে খাড়া হয়ে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। মাঠ হোক বা মাঠের বাইরে কোহলি নাচ করলেই তা সুপার ডুপার হিট। আজ, সোমবার বিরাটের সঙ্গে একটি নাচের ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে দেখা গিয়েছে নাচতে গিয়ে বিরাটের পায়ে চোট লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিরুষ্কার পঞ্জাবি গানের তালে নাচের সেই ভিডিয়ো। বিরাটের পায়ে চোট লাগতে দেখে, তারপর থেকে প্রশ্ন উঠছে আইপিএলের বাকি মরসুমে তা হলে কি পাওয়া যাবে না কোহলিকে? 


 মুখ খুললেন অভিনেত্রী

বলিউডের অন্য়ধারার অভিনেত্রীদের মধ্য়ে অন্যতম রাধিকা আপতে। তাঁর পরিণত অভিনয় মুদ্ধ করে দর্শককে। সম্প্রতি ‘মনিকা ও মাই ডার্লিং,’ ‘মিসেস আন্ডারকভার‘-এর মতো ছবি উপহার দিয়েছেন রাধিকা। তবে ইদানিং বেছে-বেছে বিশেষ চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে কি সব চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন না? না কি নিজেই বেঁছে নিচ্ছেন পছন্দের চরিত্র? নেপথ্য়ের কারণ কী? সম্প্রতি ‘জ়ুম ডিজিটাল’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন রাধিকা। বললেন, “প্রত্য়াখ্য়ান আমাদের কাজেরই অংশ।” তাঁকে প্রশ্ন করা হয় কমার্শিয়াল ছবি করার গুরুত্ব ঠিক কতটা তাঁর কাছে? উত্তরে অভিনেত্রী বলেন, “প্রোজেক্টের উপর সেটা নির্ভর করে। এটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই।”

You might also like!