Country

7 months ago

Zelenesky wishes PM Modi: মোদীকে অভিনন্দন জেলেনস্কির, ভারতবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা ইউক্রেনের প্রেসিডেন্টের

Zelensky congratulates Modi
Zelensky congratulates Modi

 

নয়াদিল্লি, ৫ জুন: টানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে জয়ের পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা জানাচ্ছেন মোদীকে। এবার ইউক্রেন থেকেও এল অভিনন্দন বার্তা। বুধবার নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

বুধবার এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, "আমি ভারতের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি, আমি দুই দেশের মধ্যে অব্যাহত সহযোগিতার আশা করছি...আমাদের অংশীদারিত্ব অব্যাহত থাকুক, আমাদের দেশের জন্য অগ্রগতি এবং পারস্পরিক বোঝাপড়া বয়ে আনুক। আমরা শান্তি সম্মেলনে ভারতের অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।"


You might also like!