গোরক্ষপুর, ২১ জুলাই : রবিবার গুরু পূর্ণিমা। এই বিশেষ পূর্ণিমা তিথিকে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ গণ্য করা হয়। রবিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। এদিন সকালে গুরু পূর্ণিমা উপলক্ষ্যে বিশেষ পুজো করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গুরু পূর্ণিমা উপলক্ষ্যে গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে রবিবার 'রুদ্রাভিষেক' করেন মুখ্যমন্ত্রী যোগী। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে যোগী আদিত্যনাথের পূজার্চনার সেই মুহূর্ত।