Country

1 day ago

MGNREGA: উত্তর প্রদেশে মনরেগারের টাকা আটকে, সংকটে শ্রমিকরা

MGNREGA
MGNREGA

 

মির্জাপুর, ৮ মার্চ : উত্তর প্রদেশে মির্জাপুরের হলিয়া ব্লকের ৭৯টি গ্রাম পঞ্চায়েতে মনরেগা প্রকল্পের শ্রমিক ও সরবরাহকারীদের ৫ কোটি টাকারও বেশি বকেয়া আটকে রয়েছে। ৪ মাস ধরে টাকা না মেলায় শ্রমিকদের অবস্থা সংকটজনক হয়ে উঠেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে গ্রাম প্রধানরা উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে স্মারকলিপি দিয়ে দোল পূর্ণিমার আগে অর্থ প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মনরেগার আওতায় শ্রমিকদের ১.৯১ কোটি টাকা এবং সরবরাহকারীদের ৩.০৪ কোটি টাকা বকেয়া রয়েছে। ৪ মাস ধরে টাকা না মেলায় শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ব্লক উন্নয়ন আধিকারিক বিজয় শঙ্কর ত্রিপাঠি জানিয়েছেন, ব্লক স্তরে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনরেগার তহবিল এলেই দ্রুত অর্থ প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।


You might also like!