মুম্বই, ৫ জুন : বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই প্রবল বৃষ্টিতে ভিজল বাণিজ্যনগরী মুম্বই। প্রবল বৃষ্টিতে বুধবার মুম্বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে। মুম্বইয়ের গান্ধী মার্কেট, মাতুঙ্গা, দাদর প্রভৃতি এলাকায় রাস্তায় জল জমে যায়। ফলে বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল।
বর্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে মুম্বইয়ে বুধবার সকালে প্রবল বৃষ্টিপাত হয়। বেশ কয়েকঘন্টার প্রবল বৃষ্টিতেই মুম্বইয়ের রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। সমস্যার মধ্যে পড়েন সাধারণ মানুষ। লোকাল ট্রেন পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি।