Country

1 year ago

Amit Shah in Odisha : ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে পূজার্চনা অমিত শাহের, কটকে অংশ নিলেন 'তিরাঙ্গা যাত্রায়'

Union Home minister in Odisha
Union Home minister in Odisha

 

ভুবনেশ্বর, ৮ আগস্ট : ওডিশার ভুবনেশ্বরে পবিত্র শ্রী লিঙ্গরাজ মন্দিরে পূজার্চনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে লিঙ্গরাজ মন্দিরে পূজার্চনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। লিঙ্গরাজ মন্দিরে পুজার্চনা ও দর্শন করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, "পবিত্র শ্রাবণ মাসে ভুবনেশ্বরের সুপ্রসিদ্ধ লিঙ্গরাজ মন্দিরে মহাদেবের দর্শন করে মন আনন্দিত। এই মন্দিরটি ভারতীয় সংস্কৃতির ঐতিহাসিক পরম্পরা ও ঐতিহ্য।"

পরে কটকেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করে তিনি জানান, "নেতাজি সুভাষ চন্দ্র বসু সাহস ও বীরত্বের সমার্থক। নেতাজির জন্মস্থান কটকের জানকীনাথ ভবনে যাওয়া এবং তাঁকে শ্রদ্ধা জানানো খুবই সৌভাগ্যের বিষয়। আমাদের স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদানের জন্য সমগ্র জাতি চিরকাল ঋণী হয়ে থাকবে।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কটকে এদিন 'তিরাঙ্গা যাত্রায়' অংশ নিয়েছেন। টুইটে অমিত শাহ জানান, "ওডিশায় থাকাটা সবসময়ই বিশেষ, কিন্তু এবার মানুষজন নিজেদের হাতে তিরঙ্গা নিয়ে আরও স্মরণীয় করে তুলেছেন। কটকের মানুষদের অতুলনীয় ভালোবাসা ও স্নেহের জন্য প্রণাম জানাই।"


You might also like!