Country

13 hours ago

Udayan Guha:‘শিরদাঁড়া এমন বাঁকানো হবে যে, লাঠি নিয়ে চলতে হবে’, নয়া হুমকি উদয়নের

Udayan Guha
Udayan Guha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ: আগামী বিধানসভা উপনির্বাচনের ভোটপ্রচারের শুরুতে আবারও বিতর্কের কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের জবাব দেওয়া হবে ভোটে।’’

বিরোধী রাজনৈতিক দলগুলিকে হুঁশিয়ারি দিয়ে  তিনি বলেন, ‘‘সে রামই হোক, বামই হোক বা অন্য কোন রাজনৈতিক দল, যাঁরা শিরদাঁড়ার ব্যবসা করছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের শিরদাঁড়া এ বারের নির্বাচনে এমন ভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আগামী দিনে বাঁকা শিরদাঁড়া নিয়ে লাঠিতে ভর দিয়ে তাঁদের চলতে হবে।’’

বস্তুত, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকেরা শিরদাঁড়া নিয়ে আন্দোলন করছেন। গত মঙ্গলবার রাজ্য সরকারের পুজো কার্নিভালে দায়িত্বে থাকার সময়ে যে সরকারি চিকিৎসককে পুলিশ গ্রেফতার করেছিল, তাঁদের পরনেও ছিল ‘শিরদাঁড়া বিক্রি নেই’ লেখা টি-শার্ট।

বিরোধী শিবিরের বক্তব্য, এটাই ‘থ্রেট কালচার’। বার বার বিতর্কিত মন্তব্য করেও কী ভাবে মন্ত্রী তাঁর দলের কাছ থেকে পার পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

You might also like!