Country

1 month ago

Delhi Building Collapse:গার্ডেনরিচের আতঙ্ক দিল্লিতেও ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২

Delhi Building Collapse
Delhi Building Collapse

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজধানী দিল্লিতেও যেন আরও এক গার্ডেনরিচ। সারি সারি অবৈধ নির্মাণ। মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন অনেকে। বৃহস্পতিবার সকালে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত আরও কয়েকজন। কংক্রিটের চাঙড়ের নীচে আরও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা। উদ্ধারকাজ চলছে।

দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায় রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মাঝরাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির একাংশ। বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধারকাজ চলছে জোরকদমে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বাড়ি চাপা পড়ে এখনও অবধি দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের নাম আরশাদ (৩০) ও তৌহিদ (২০)। পেশায় তাঁরা শ্রমিক ছিলেন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে তাঁদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গেছে, রেহান নামে আরও যুবকের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ জানিয়েছে,  দোতলা বাড়িটির নীচের তলে জিন্স তৈরির কারখানা ছিল। শ্রমিকরা ওই কারখানাতেই কাজ করতেন। উপরের তলা ফাঁকাই থাকত। রাতে কাজ সেরে শ্রমিকরা যখন গভীর ঘুমে, তখন আচমকাই বাড়ির একাংশ ধসে পড়ে। কংক্রিটের চাঙড়ের নীচে চাপা পড়ে যান সকলেই।

দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও অনেকের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকার সম্ভাবনা আছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। বাড়িটির নির্মাণ অবৈধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ি মালিকের বিরুদ্ধে। জানা গেছে, দুর্ঘটনার পরেই বাড়ির মালিক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


You might also like!