Country

1 year ago

Train services resume at Baleswar : বালেশ্বরের দুর্ঘটনাগ্রস্ত রুটে আবারও শুরু ট্রেন পরিষেবা, সর্বপ্রথম ছুটল কয়লাবোঝাই মালগাড়ি

Train services resume at Baleswar (Symbolic Picture)
Train services resume at Baleswar (Symbolic Picture)

 

বালেশ্বর, ৫ জুন : অভিশপ্ত ট্রেন দুর্ঘটনার পর কেটেছে দীর্ঘ সময়, মানুষের হাহাকার, কান্না এখনও থামেনি। ওডিশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রায় ৫১ ঘন্টা পর, পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হতেই দুর্ঘটনাগ্রস্ত রুটে আবারও শুরু হয়েছে ট্রেন পরিষেবা। সর্বপ্রথম দুর্ঘটনাগ্রস্ত রুটে ছুটেছে কয়লাবোঝাই একটি মালগাড়ি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে রবিবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ভাইজাগ বন্দর থেকে একটি কয়লাবোঝাই মালগাড়ি রাউরকেলা স্টিল প্ল্যান্টের দিকে যাত্রা শুরু করে।

গত শুক্রবার বেঙ্গালুরু-হাওড়া ট্রেনটি যে ট্র্যাকে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল, সেই ট্র্যাকে মালগাড়িটি চালানো হয়েছিল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, "ডাউন-লাইনে পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে। প্রথম ট্রেন চলাচল করেছে।" ডাউন লাইন চালু হওয়ার মাত্র দুই ঘণ্টা পর আপ লাইনও চালু হয়। একটি খালি মালগাড়ি দুর্ঘটনাকবলিত অংশের আপ লাইনে প্রথম চলে। এই ট্র্যাকেই করমণ্ডল এক্সপ্রেসটি লুপ লাইনে প্রবেশ করার আগে একটি মালগাড়িতে ধাক্কা মারে। সোমবার সকালে প্যাসেঞ্জার ট্রেনও চলাচল করেছে দুর্ঘটনাগ্রস্ত রুটে।


You might also like!