Country

1 month ago

Tulip garden to open tomorrow: এবারের আকর্ষণ ৫টি নতুন প্রজাতির ফুল, ২৩ মার্চ খুলে যাচ্ছে শ্রীনগরের টিউলিপ গার্ডেন

Tulip garden to open tomorrow
Tulip garden to open tomorrow

 

শ্রীনগর, ২২ মার্চ: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, ২৩ মার্চ (শনিবার) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে শ্রীনগরের জাবারওয়ান পর্বতে অবস্থিত এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন। ২৩ মার্চ থেকেই টিউলিপ গার্ডেন উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনার্থীদর জন্য। ইতিমধ্যেই সমস্ত ফুলই ফুটে গিয়েছে। প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে টিউলিপ গার্ডেন, টিকিট মূল্যও অনেকটাই কম।

অন্যান্য বছরের মতো এবারও বাগানে টিউলিপ ফুল ও মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পর্যটক-সহ বিপুল সংখ্যক মানুষের আগমণ হবে বলে আশা করা হচ্ছে। শ্রীনগরে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হল টিউলিপ গার্ডেন। এই টিউলিপ গার্ডেনে এ বছর পাঁচটি নতুন প্রজাতির টিউলিপ ফুল ফুটেছে, এর ফলে বাগানে এখন মোট টিউলিপের প্রজাতির সংখ্যা ৭৩ হয়েছে। এই নতুন টিউলিপ ফুলগুলি দর্শনার্থীদের মনোমুগ্ধকর আনন্দ প্রদান করবে।


You might also like!