Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Country

1 year ago

Narendra Modi :৩৭০-এর প্রাচীর চিরতরে চাপা পড়ে গিয়েছে : নরেন্দ্র মোদী

The wall of 370 has been buried forever: Narendra Modi
The wall of 370 has been buried forever: Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনুচ্ছেদ ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জানিয়ে দিলেন, ৩৭০-এর প্রাচীর চিরতরে চাপা পড়ে গিয়েছে। শনিবার মহারাষ্ট্রের নান্দেদ-এ এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কয়েক দশকের অপেক্ষার পর আমরা দেশকে ৩৭০ ধারার কবল থেকে মুক্ত করেছি। ৩৭০ ধারার প্রাচীর চিরতরে চাপা পড়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কিন্তু কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে কংগ্রেস জোট সরকার গঠনের সুযোগ পেয়েছে। সরকার গঠনের সাথে সাথে, এই লোকজন বিধানসভায় যাওয়ার সাথে সাথেই তারা ৩৭০ ধারা পুনরায় কার্যকর করার প্রস্তাব পাস করে। সর্বোপরি, কংগ্রেস কেন ৩৭০ কে এত ভালবাসে? আমরা জম্মু ও কাশ্মীরকে ভালবাসি এবং তারা ৩৭০-কে ভালবাসে।

You might also like!