দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনুচ্ছেদ ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসের অবস্থানের সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জানিয়ে দিলেন, ৩৭০-এর প্রাচীর চিরতরে চাপা পড়ে গিয়েছে। শনিবার মহারাষ্ট্রের নান্দেদ-এ এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কয়েক দশকের অপেক্ষার পর আমরা দেশকে ৩৭০ ধারার কবল থেকে মুক্ত করেছি। ৩৭০ ধারার প্রাচীর চিরতরে চাপা পড়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কিন্তু কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে কংগ্রেস জোট সরকার গঠনের সুযোগ পেয়েছে। সরকার গঠনের সাথে সাথে, এই লোকজন বিধানসভায় যাওয়ার সাথে সাথেই তারা ৩৭০ ধারা পুনরায় কার্যকর করার প্রস্তাব পাস করে। সর্বোপরি, কংগ্রেস কেন ৩৭০ কে এত ভালবাসে? আমরা জম্মু ও কাশ্মীরকে ভালবাসি এবং তারা ৩৭০-কে ভালবাসে।