Breaking News

 

Country

3 weeks ago

Election Commission: লোকসভা ভোটের দ্বিতীয় দফায় মোট প্রার্থী ১,২১০ জন; বঙ্গে আরও ১০০ কোম্পানি বাহিনী চাইছে ইসিআই

The total number of candidates in the second phase of the Lok Sabha polls is 1,210
The total number of candidates in the second phase of the Lok Sabha polls is 1,210

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: লোকসভা ভোটের দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,২১০ জন প্রার্থী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, লোকসভা ভোটের দ্বিতীয় দফায় ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ১,২১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট মনোনয়ন পত্র দাখিল হয়েছে ২,৬৩৩টি।

পাশাপাশি পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে নির্বাচন কমিশন। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠু লোকসভা নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় সশস্ত্র আধাসামরিক বাহিনীর (সিএপিএফ) আরও ১০০ কোম্পানি মোতায়েন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসিআই-এর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা সিআরপিএফ-এর ৫৫ এবং সীমান্ত রক্ষী বাহিনীর ৪৫টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে। আধিকারিকদের পশ্চিমবঙ্গে ১৫ এপ্রিল অথবা তার আগে সিএপিএফ-এর অতিরিক্ত ১০০ কোম্পানি মোতায়েন করার সম্পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!