Country

1 hour ago

Baba Chaitanyananda Saraswati Arrested: লুকোচুরি শেষ, আগ্রা থেকে পাকড়াও ধর্মগুরু চৈতন্যানন্দ সরস্বতী

Swami Chaitanyananda Saraswati arrested from Agra
Swami Chaitanyananda Saraswati arrested from Agra

 

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : কয়েকদিনের লুকোচুরি শেষ, উত্তর প্রদেশের আগ্রা থেকে গ্রেফতার স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। তার বিরুদ্ধে ১৭ জন ছাত্রীকে যৌন হেনস্থা-সহ একাধিক অভিযোগ রয়েছে। দিল্লির বসন্ত কুঞ্জের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের অধিকর্তা, ৬২ বছর বয়সি এই ধর্মগুরুকে শনিবার গভীর রাতে আগ্রার হোটেল থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। রবিবার সকালে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে আগ্রার হোটেল থেকে স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দলটি আগ্রা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এদিনই স্বামী চৈতন্যানন্দ সরস্বতীকে আদালতে হাজির পেশ করা হবে।

উল্লেখ্য, দিল্লির শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্ট-রিসার্চের ডিরেক্টর স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠানের ১৭ জন ছাত্রী তার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার ও যৌন হেনস্থার অভিযোগ করেন। এর সঙ্গেই জুড়েছে প্রতিষ্ঠানের অর্থ তছরূপের অভিযোগও। শ্রী শৃঙ্গেরি মঠ প্রশাসনেরও ডিরেক্টর পদে ছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। সেই ট্রাস্টের টাকা অপব্যবহারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। অনেক দিন পলাতক ছিল স্বামী চৈতন্যানন্দ সরস্বতী, যিনি পার্থসারথি নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুকআউট সার্কুলার। অবশেষে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করেছে।

You might also like!