Country

8 hours ago

Mann ki Baat Edition -121: ২৭শে এপ্রিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, অধীর অপেক্ষায় দেশবাসী

PM Modi on 'Mann ki Baat'
PM Modi on 'Mann ki Baat'

 

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ এপ্রিল, রবিবার মাসিক মন-কি-বাত অনুষ্ঠানে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। আগামীকাল আবারও শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন-কি-বাত। এবারের মন-কি-বাত অনুষ্ঠানটি হবে ১২১-তম পর্ব। রবিবার বেলা ১১-টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন-কি-বাত অনুষ্ঠান সম্প্রচারিত হবে। প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী মোদী মন-কি-বাত অনুষ্ঠানে কী বক্তব্য রাখেন, তা জানার অপেক্ষায় সমগ্র দেশবাসী।

You might also like!