দেহরাদূন, ১ মার্চ : খারাপ আবহাওয়ার মধ্যেই অবরুদ্ধ হয়ে পড়ল ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে। পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে কর্ণপ্রয়াগের কাছে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি। টানা বৃষ্টির কারণে হাইওয়ের বিভিন্ন স্থানে পাহাড় থেকে গড়িয়ে পড়েছে পাথর, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, সেই কারণে ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়েতে যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। শনিবার সকালে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়কে দাঁড়িয়ে রয়েছে বহু গাড়ি, ট্রাক-সহ অন্যান্য যানবাহন। অবিরাম বৃষ্টির কারণে পাগল নাল্লারর কাছে বদ্রীনাথ জাতীয় সড়ক বন্ধ রয়েছে।