Country

20 hours ago

Jammu and Kashmir: শ্রীনগর কাঁপছে মাইনাস ৭.৩ ডিগ্রিতে, বরফে পরিণত ডাল লেকের জল

Srinagar shivers at minus 7.3 degrees, Dal Lake water frozen
Srinagar shivers at minus 7.3 degrees, Dal Lake water frozen

 

শ্রীনগর, ২৫ ডিসেম্বর : শীতের দাপট ক্রমেই বাড়ছে কাশ্মীরে, কনকনে ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গের প্রায় সর্বত্রই। ঠান্ডা এতটাই বেশি যে, জল জমে বরফে পরিণত হয়েছে। ঠান্ডায় জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক। বুধবার সকালে দেখা যায়, ডাল লেকের জলের ওপর বরফের আস্তরণ পড়ে গিয়েছে।

শ্রীনগরের তাপমাত্রা এখনও হিমাঙ্কের অনেক নীচেই রয়েছে। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহে কাঁবু গুলমার্গ, পহেলগাম, সোনমার্গ-সহ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়।

You might also like!