Country

2 years ago

Sourav Bharadwaj: দিল্লির বাজেট আটকানোর জন্য ষড়যন্ত্র করছে বিজেপি : সৌরভ ভরদ্বাজ

Saurabh Bharadwaj
Saurabh Bharadwaj

 

নয়াদিল্লি, ২১ মার্চ : দিল্লির বাজেট আটকানোর জন্য ষড়যন্ত্র করছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ আনলেন আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। সৌরভ মঙ্গলবার অভিযোগ করেছেন, দিল্লির বাজেট আটকানোর জন্য ষড়যন্ত্র করেছে কেন্দ্র ও বিজেপি। তিনি আরও বলেছেন, এটি অগণতান্ত্রিক যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা জাতীয় রাজধানীর জন্য বাজেট ব্যয় নির্ধারণ করছে।

দিল্লিতে এক সাংবাদিক সম্মেলেনে বক্তব্য রাখার সময় আপ-এর জাতীয় মুখপাত্র সৌরভ ভরদ্বাজ বলেছেন, দিল্লির বাজেট আটকানো হয়েছে, তা একেবারেই "লজ্জাজনক"। তিনি বলেন, "সারা বিশ্বের সামনে আমাদের নিয়ে তামাশা করছে। এটা লজ্জাজনক যে কেন্দ্র একটি ছোট রাজ্যের বাজেট বন্ধ করে দিচ্ছে।"


You might also like!