Country

6 days ago

Bihar : বিহারের কাটিহারে ট্র্যাক্টরে ধাক্কা গাড়ির; মৃত্যু ৮ জনের, আহত দু'জন

8 killed, 2 injured in tractor-trailer collision in Bihar's Katihar
8 killed, 2 injured in tractor-trailer collision in Bihar's Katihar

 

কাটিহার, ৬ মে : বিহারের কাটিহার জেলায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে ধাক্কা মারল একটি স্করপিও গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও দু'জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে সামেলি ব্লক অফিসের কাছে দুর্ঘটনাটি ঘটেছে, স্করপিও গাড়ির যাত্রীরা বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

কাটিহারের পুলিশ সুপার বৈভব শর্মা বলেছেন, "সামেলি ব্লক অফিসের কাছে জাতীয় সড়ক-৩১-এ একটি ট্র্যাক্টরের সঙ্গে এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে এবং দু'জন আহত হয়েছেন। হতাহতের বাড়ি সুপৌলে।" আহত দু'জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!