Country

1 year ago

Yogi Aditya Nath : চাকরির নামে তোলাবাজি করত সাইফাই পরিবার: যোগী আদিত্যনাথ

Yogi Aditya Nath
Yogi Aditya Nath

 

আলিগড়, ২৫ নভেম্বর  : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আলিগড়ে এক সম্মেলনে বিরোধীদের ওপর কড়া আক্রমণ করেছেন। শুক্রবার আলিগড়ের রাজ্য শিল্প ও কৃষি প্রদর্শনী ময়দানে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারগুলিতে দুর্নীতি শীর্ষে ছিল, আর আজ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যোগী আদিত্যনাথ বলেন, আগে চাকরির নামে রাজ্যজুড়ে টাকা সংগ্রহ করত সাইফাই পরিবার। আজ দুর্নীতিমুক্ত ব্যবস্থার মাধ্যমে কোনত্ত বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে তরুণদের চাকরি দেওয়ার কাজ চলছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গরিবদের জন্য ৪৫ লাখ বাড়ি দেওয়া হয়েছে। ছাদ দিয়ে মাথা ঢেকে রাখার কাজ করা হচ্ছে প্রতিটি গরিবদের জন্য। চাকরির নামে আজ আর তরুণদের হয়রানি করা হচ্ছে না। দুই কোটি যুবকের হাতে স্মার্টফোন বিতরণ করা হচ্ছে, দুই কোটি ৭০ লাখ গরিব মানুষ শৌচাগার পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক বিদ্যুৎ ও পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা হচ্ছে।

You might also like!