Country

1 day ago

Jayant Narlikar dies: প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ডঃ জয়ন্ত নার্লিকর প্রয়াত, শোকাহত প্রধানমন্ত্রী

Renowned scientist Jayant Narlikar passed away on May 20 in Pune
Renowned scientist Jayant Narlikar passed away on May 20 in Pune

 

পুণে, ২০ মে : প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ডঃ জয়ন্ত নার্লিকর মঙ্গলবার সকালে ৮৬ বছর বয়সে পুণে-তে প্রয়াত হয়েছেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জয়ন্ত নার্লিকরের মৃত্যুতে ভারতীয় জ্যোতির্বিদ্যা অন্যতম প্রধান পথিকৃৎকে হারালো। তিনি বলেন, ডঃ নার্লিকর ভারতের বিজ্ঞান-ভিত্তিক পরিচয়কে আলোকিত করেছেন এবং জ্যোতির্বিদ্যার তাৎপর্য তুলে ধরেছেন।

প্রখ্যাত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ডঃ জয়ন্ত নার্লিকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, নার্লিকরের মৃত্যু বৈজ্ঞানিক সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি। প্রধানমন্ত্রী লিখেছেন, নার্লিকর ছিলেন একজন আলোকিত ব্যক্তিত্ব, বিশেষ করে জ্যোতির্পদার্থবিদ্যার ক্ষেত্রে এবং তাঁর অগ্রণী কাজ, বিশেষ করে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাঠামো, প্রজন্মের পর প্রজন্ম গবেষকদের দ্বারা মূল্যবান হবে। উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মন্তব্য করেছেন, ডঃ নার্লিকরের কাজ ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মহারাষ্ট্রের একজন গর্বিত পুত্র হিসেবে তিনি জ্যোতির্বিদ্যায় যে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন তা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

You might also like!