Country

6 days ago

Two injured in accident: দিল্লিতে স্কুটিতে ধাক্কা বেপরোয়া গাড়ির; আহত দু'জন, মামলা রুজু পুলিশের

Two injured in accident
Two injured in accident

 

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি : রাজধানী দিল্লিতে বেপরোয়া একটি অডি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন স্কুটি আরোহী দু'জন। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে জোরবাঘ পোস্ট অফিসের সামনে। বেপরোয়াভাবে ছুটছিল গাড়িটি। আহত দু'জনের নাম - নৈতিক ও তুষার। আহত দু'জনকেই ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়, নৈতিকের অবস্থা স্থিতিশীল এবং তুষারের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা দু'জনকেই আটক করা হয়েছে। একজন গাড়ি চালাচ্ছিল, অন্যজন তাঁর সঙ্গে গাড়িতে ছিল। দু'জনই বিবিএ-র ছাত্র। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় দু'জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


You might also like!