Country

1 year ago

Rajasthan:রাজস্থানে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.২

eq
eq

 

নয়াদিল্লি, ২৬ মার্চ : দিল্লি, মধ্যপ্রদেশের পর রাজস্থানে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। শনিবার মধ্যরাতে কেঁপে ওঠে মরুরাজ্যের বিকানের। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার রাত ২টো ১৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ওই সময় বিকানেরবাসী গভীর ঘুমে থাকায় প্রায় কেউই ভূমিকম্পের বিষয়টি বুঝতে পারেননি।

রাজস্থানের পাশাপাশি শনিবার রাতে মৃদু কম্পন অনুভূত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য অরুণাচলপ্রদেশের ছাংলাঙে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৬ কিলোমিটার গভীরে ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রাত ১টা ৪৫ মিনিট নাগাদ অরুণাচলের ওই এলাকায় ভূমিকম্প হয়। অল্প সময়ের ব্যবধানে গভীর রাতে পরপর দু'টি ভূমিকম্প হওয়ায় উদ্বেগপ্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা।


You might also like!