Country

8 hours ago

Rahul Gandhi Visits J&K's Poonch: পুঞ্চের ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখলেন রাহুল, শুনলেন সমস্যার কথা

Rahul Gandhi Visits J&K's Poonch
Rahul Gandhi Visits J&K's Poonch

 

পুঞ্চ, ২৪ মে : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে গিয়ে পাকিস্তানি হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখেন। তিনি একটি স্কুল পরিদর্শন করেছেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পুঞ্চের ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গেও কথা বলেছেন রাহুল। শুনেছেন সবার সমস্যার কথা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাহুল বলেন, "এখন, তোমরা বিপদ এবং কিছুটা ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছ, কিন্তু চিন্তা করো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, খেলো এবং স্কুলে অনেক বন্ধু বানাও।" রাহুল আরও বলেন, "এটি একটি বড় ট্র্যাজেডি ছিল এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। বিশাল ক্ষতি হয়েছে। আমি জনগণের সঙ্গে কথা বলেছি এবং তাদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেছি। তারা আমাকে জাতীয় স্তরে এই বিষয়টি উত্থাপন করার জন্য অনুরোধ করেছেন এবং আমি তাই করব।"

You might also like!