Country

2 hours ago

Giriraj singh: রাহুল গান্ধী উন্মোচিত, কেউ ভারতকে বিভক্ত করতে পারবে না,গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

পাটনা, ২৮ সেপ্টেম্বর : কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার সকালে পটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "রাহুল গান্ধী উন্মোচিত হচ্ছেন, তিনি এমন একজন যিনি জর্জ সোরোসের সঙ্গে ভারতকে টুকরো টুকরো করতে চান। রাহুল গান্ধী লেহ-তে একই কাজ করতে চেয়েছিলেন। কিন্তু কোনও ভ্রান্ত ধারণার মধ্যে থাকবেন না - এটা ভারত; কেউ ভাঙতে পারবে না।" কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন, "আমি বারবার বলছি, মৌলবিরা শুরু থেকেই ভারতকে মুসলিম রাষ্ট্র করার চেষ্টা করে আসছে। যেখানেই তাদের জনসংখ্যা বেড়েছে, সেখানেই সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে। ভুলটা আমাদের পূর্বসূরিরা করেছে।"

You might also like!