Country

1 month ago

Pushpak will go Universe: ''পুষ্পক' এবার পাড়ি দেবে মহাকাশে, পরীক্ষা সফল ইসরোর

"Pushpak" will pass in space now, ISRO's test is successful
"Pushpak" will pass in space now, ISRO's test is successful

 

বেঙ্গালুরু, ২২ মার্চ: ''পুষ্পক'' (আরএলভি-টিডি)-এর সফল পরীক্ষা করলেন ইসরোর বিজ্ঞানীরা। শুক্রবার সকালে কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’ থেকে ‘আরএলভি এলইএক্স-০২’-র সফল অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয় বলে জানানো হয়েছে ইসরোর তরফে। পৃথিবীর বায়ুমণ্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফল ভাবে অবতরণক্ষেত্রে ফিরিয়ে আনা হয়।

এই সফল পরীক্ষার মাধ্যমে সহজেই সুলভে মহাকাশ অভিযান এবং মহাকাশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ করল ভারত। কারণ পুষ্পকের মতো আরএলভি-কে মহাকাশ থেকে মাটিতে ফেরত আনার প্রযুক্তি ভারতের হাতে চলে এল। মহাকাশ থেকে ফিরিয়ে আনার পরে আবার সেটিকে নতুন করে মহাকাশে পাঠাতে পারবেন বিজ্ঞানীরা।

You might also like!