Country

2 days ago

NF Railway: এনএফ রেলের আরপিএফ-এর অভিযানে উদ্ধার ৭৫ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী

NF Railway
NF Railway

 

গুয়াহাটি : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন সুরক্ষা বাহিনী (আরপিএফ) চলতি বছরের মার্চ মাসে ট্রেন এবং বিভিন্ন স্টেশনে অভিযান চালিয়ে ৭৫ লক্ষ টাকার বেশি মূল্যের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। এই সময়ের মধ্যে রেলওয়ে সুরক্ষা বাহিনী নিষিদ্ধ / চোরাই পণ্য পরিবহণে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়া উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী নিয়মিতভাবে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গত মার্চে সমগ্র জোন জুড়ে রেলওয়ে সুরক্ষা বাহিনী অভিযান চালিয়ে সাত দালালকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৯৯ হাজার টাকার বেশি মূল্যের ৩২টি রেলওয়ে টিকিট উদ্ধার করেছে।

 এক প্রেস বার্তায় এ খবর দিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। প্রেস বার্তায় তিনি জানান, গত ২৪ মার্চ ডিমাপুর রেলওয়ে স্টেশনে আরপিএফ-এর নিয়মিত অভিযানে একজনকে আটক করে প্রায় ২.১৭ লক্ষ টাকার ১০.৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। পরবর্তীতা উদ্ধারকৃত ব্রাউন সুগার সহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ওসি / জিআরপি / ডিমাপুরের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়া ১৯ মার্চ নিউ জলপাইগুড়ির আরপিএফ, সিপিডিএস এবং সিআইবি টিম যৌথভাবে পিআরএস কাঙ্কিতে অভিযান ও অনুসন্ধান পরিচালনা করে প্রায় ২৪,৩৬৫ টাকার ছয়টি পিআরএস টিকিট উদ্ধার করে এর সঙ্গে এক দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

প্রেস বার্তায় তিনি জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন সুরক্ষা বাহিনী ক্রমাগতভাবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান এবং পরিবহণ এবং অননুমোদিত রেলের টিকিট ও অবৈধ সংগ্রহ সংক্রান্ত কার্যকলাপের প্রতি সর্বদা নজরদারি রেখে চলছে।

You might also like!